www.all-netrokona.blogspot.com

Thursday, July 28, 2016

তুরস্কের সেনা অভ্যুত্থানে জড়িত সেনাসদস্যরা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে

তুরস্কের সেনা অভ্যুত্থানে জড়িত সেনাসদস্যরা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। গণতন্ত্রপন্থী সেনা ও জনতার প্রতিরোধের মুখে তাদের এ লজ্জাজনক পরাজয়বরণ করতে হয়েছে। অভ্যুত্থানে জড়িত ৭৫৪জন সেনাকে গ্রেফতার করে পুলিশ। খবর রয়টার্স, বিবিসি ও আলজাজিরার। 

তুরস্কের গণতান্ত্রিকভাবে নির্বাচিত এরদোগান সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল সেনাবাহিনীর ক্ষুদ্র একটি অংশ। একপর্যায়ে দেশটির প্রেসিডেন্ট প্যালেস ও পার্লামেন্ট ভবনকে ঘিরে থাকা বিপথগামী সদস্যদের ঠেকাতে এফ-সিক্সটিন যুদ্ধবিমান থেকে গণতন্ত্রপন্থী সেনারা বোমা নিক্ষেপ করে। 



শেষপর্যন্ত গণতন্ত্রী সেনা ও জনতার প্রতিরোধের মুখে বিদ্রোহী 
সেনারা পর্যুদস্ত হয়ে দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করে। 
পরে পুলিশ অভুত্থানে জড়িত ৭৫৪জন সেনাকে গ্রেফতার করে। 
অভ্যুত্থান চেষ্টার পর শুরুর দিকে মূলত পুলিশ ও জনতার প্রতিরোধের মুখে পড়ে বিদ্রোহী সেনারা। এরপর তাদের সঙ্গে যোগ দেয় গণতন্ত্রপন্থী সেনারা। বিশেষ করে বিমান বাহিনী এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। 

বিমানবাহিনী বিদ্রোহী সেনাদের ট্যাঙ্ক লক্ষ্য করে বোমাবর্ষণ শুরু করে। তারা বিদ্রোহীদের একটি হেলিকপ্টারও ভূপাতিত করে।

No comments:

Post a Comment